কুলখানিতে সন্ত্রাসী হামলা মুক্তিযোদ্ধাসহ আহত ৬
টংগী প্রতিনিধিঃ গাজীপুর টংগীর এরশাদনগর এলাকায় কুলখানি অনুষ্ঠান চলাকালীন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া সহ ৬ জনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুর ৩ টার দিকে ২নং ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, ৩নং ব্লকের মঞ্জু (২৩), ২নং ব্লকের জাহিদ (২৪), ৫নং ব্লকের ইমন (২৩), ৩নং ব্লকের অপু(২৩), ও ১নং ব্লকের আমির হোসেনের ছেলে সোহাগ(২২)। অভিযোগ সূত্রে জানা যায় ২ নং ব্লক এলাকায় রাস্তা উপর কুলখানির একটি অনুষ্ঠান চলাকালীন সময় অভিযুক্ত মঞ্জু রিক্সা দিয়ে ওই পথে যাচ্ছিল। এ সময় ফুলমতি নামের এক মহিলা তাকে অন্য রাস্তা ব্যবহার করতে বললে সে ক্ষিপ্ত হয়ে বকবিতন্ডায় জরায়। পরে মঞ্জু সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে কুলখানির অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় এতে একজন মুক্তিযোদ্ধাসহ বেশ কয়েকজন আহত হয়। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হামলাকারী কয়েক জনকে আটক করে গণপিটুনি দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, মঞ্জু ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার উরফে টিভি আনোয়ারের ভাগিনা এবং পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত শীর্ষ সন্ত্রাসী কাউসারের ঘনিষ্ঠ সহচর। তার নামে রাসেল হত্যাসহ একাধিক মামলা রয়েছে, এক সময়কার শীর্ষ সন্ত্রাসী মঞ্জু প্রশাসনের ভয়ে বিদেশ পাড়ি দিয়ে গা ঢাকা দেয়। দীর্ঘদিন বিদেশ থাকার পরে সম্প্রতি আবার দেশে ফিরে সন্ত্রাসের সাম্রাজ্য তৈরীর পায়তারা চালাচ্ছে। এলাকায় প্রকাশ্যে অস্ত্রশস্ত্রসহ প্রায়ই মহড়া দিতে দেখা যায় তাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা। প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘদিন এলাকা সন্ত্রাসমুক্ত থাকলেও মঞ্জুর আগমনে আবারো সন্ত্রাসী সাম্রাজ্য কায়েম হয়েছে। এসব সন্ত্রাসীদের হাত থেকে এরশাদনগর এলাকাকে মুক্ত করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান তারা। টংগী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাভেদ মাসুদ জানান এ ঘটনায় থানায় লিখত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।